শ্রীলঙ্কা সফরে গল থেকে আত্মবিশ্বাস জুগিয়ে কলম্বোতে পা রেখেছিল বাংলাদেশ। টাইগার কোচ ফিল সিমন্সও জানিয়েছিলেন, এই টেস্টে জয়ের কোনো বিকল্প ভাবছেন না তারা।
তবে ম্যাচের প্রথম দিন থেকেই ব্যাক ফুটে শান্তরা। প্রথম দিন বাংলাদেশের হতশ্রী ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিন বোলাররাও কাটিয়েছে হতাশায়।
এর মধ্যেই তাইজুল ইসলাম ছুঁয়েছেন এক মাইলফলক। দেশের প্রথম বোলার হিসেবে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শততম উইকেট শিকারি বনে গিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরু দিকে লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম।
আর এই উইকেটের মধ্য দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেট শিকারি বনে যান এ বাঁহাতি স্পিনার। আর পুরো বিশ্ব বিবেচনায় ১৬তম বোলার হিসেবে এ কীর্তি গড়েছেন তিনি।
এই তালিকার সবার ওপরের নামটি অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নের। ৫২ ম্যাচ খেলে তার শিকার ২১০টি উইকেট।
৪৯ ম্যাচে ২০৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কেবলমাত্র এ দুজনই দুশোর গণ্ডি পেরিয়েছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চারটি চক্র মিলিয়ে ২৫তম ম্যাচ খেলছেন তাইজুল। তার গড় ৩৫ আর ইকোনমি ২.৯৭। সেরা নৈপুণ্য ১১৬ রানে ৭ শিকার।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তাইজুলের পরে এই কীর্তি ছোঁয়ার কাছাকাছি রয়েছেন টাইগার স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২৯ ম্যাচের ৪৮ ইনিংসে তিনি শিকার করেছেন ৮৭ উইকেট।