দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা কম থাকায় আজ রবিবার বৃষ্টিপাত ছিল তুলনামূলক কম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার এবং মঙ্গলবারও বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে।
তবে আগামী বুধবার থেকে দেশে আবারও বৃষ্টিপাতের পরিমাণ ও ব্যাপ্তি বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে বৃষ্টি অনেকটাই কমে গেছে।
তবে ২৫ বা ২৬ জুন আকাশের ওপরের স্তরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যা নিচে নেমে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কাও আছে। এমনটি হলে আবার বৃষ্টিপাত বাড়বে।’
তিনি আরো জানান, ৩০ জুন বা ১ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবার কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের
কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি (২৩-৪৩ মিলিমিটার) থেকে ভারি (৪৪-৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার থেকে দেশে বৃষ্টিপাতের তীব্রতা ও বিস্তৃতি বাড়বে।
তবে জুনের শেষভাগে বা জুলাইয়ের শুরু থেকে বৃষ্টি আবার কমে যেতে পারে।