যারা মাথা নত করে, তারা বাঁচে না ইতিহাসে তাই বলে। — ইরানকে আয়েশা গাদ্দাফি রোহিত। ২২ জুন ২০২৫

যারা মাথা নত করে, তারা বাঁচে না ইতিহাসে তাই বলে।

লিবিয়ার প্রয়াত নেতা কর্ণেল মুয়াম্মার গাদ্দাফির কন্যা আয়েশা গাদ্দাফি ইরানের জনগণের প্রতি এক আবেগময় আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,
“ওহে ইরানের গর্বিত ও সংগ্রামী জনগণ!

আমি এমন একজন নারী, যার দেশ ধ্বংস হয়েছে শত্রুর হাতে নয়, বরং পশ্চিমাদের মিষ্টি কথার ফাঁদে। তারা আমার বাবাকে বলেছিল, ‘পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করো, বিশ্ব তোমার জন্য খুলে যাবে।’

আমার বাবা বিশ্বাস করে ছিলেন, কিন্তু ফলাফল ছিল বেদনাদায়ক—ন্যাটোর বোমায় লিবিয়া ছারখার হয়ে গেল। আমরা হারালাম স্বাধীনতা, সম্মান আর ঘরবাড়ি।

ইরানের ভাই ও বোনেরা!
তোমাদের দৃঢ়তা, নিষ্ঠা ও আত্মমর্যাদা এই উপমহাদেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত। যারা মাথা নত করে, তারা ইতিহাসে হারিয়ে যায়; আর যারা সংগ্রাম করে, তারা চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে।

আত্মসমর্পণ নয়, প্রতিরোধই জাতির গৌরব। পশ্চিমাদের প্রতিশ্রুতি যতই মধুর হোক না কেন, তারা শেষমেশ ধ্বংসই ডেকে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *