ছক্কার বৃষ্টি!!! পারভেজ হোসেন ইমনের রেকর্ড গড় সেঞ্চুরি!!!

পারভেজ হোসেন ইমন ৫৩ বলে ১০০ রান করেন। তার ১০০ রান করার জন্য ছক্কার বৃষ্টি ঝরিয়েছে ৯টি ছক্কা মারেন ও ৫টি চার মারেন।

প্রায় ৯ বছর সেঞ্চুরির দেখা পেলো বাংলাদেশ। এর আগে বাংলাদেশের তামিম ইকবাল ২০১৬ সালে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।

পারভেজ হোসেন ইমন রেকর্ড

পারভেজ হোসেন ইমন ৫৩ বলে ১০০ রান করেন, এছাড়া তানজিদ হাসান ১ চার ১ ছয়ে ৯ বলে ১০ রান করে দলীয় ১৩ রানের মাথায় মাতিউল্লাহ খানের বলে রাহুল চোপড়ার হাতে ধরে পড়েন।

লিটন দাস ১ ছয়ে ৮ বলে ১১ রান করে জাওয়দুল্লাহর বলে এলবি ফাঁদে পরে আউট হন। তাওহীদ রিধয় ১ চার ১ ছয়ে ১৫ বলে 20 রান করে আউট হয়ে পেভিলিয়নের পথ ধরেন। মেহেদী হাসান ২ রান এবং জাকের আলী ১ ছয়ে ১৪ বলে ১৩ রান করে আউট হন।

শামীম হোসেন পাটোয়ারী ও বেশি দূরে যেতে পারে নাই ৫ বলে ১ চারে ৬ রান করে আউট হন।
তানজিম হাসান সাকিব ৭ রান ও তানভীর ইসলাম ১ রানে অপারিজিত থেকে ১৯৭/৭ নির্ধারিত 20 খেলা শেষ করেন।

Leave a Comment