চীনে এক বৃদ্ধের পেট থেকে সম্প্রতি দাঁত মাজার ব্রাশ উদ্ধার করেছেন চিকিৎসকরা। তিনি পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পরে ৬৪ বছর বয়সী ওই ব্যক্তির পেট থেকে ১৭ সেন্টিমিটার ব্রাশটি বের করা হয়। ব্রাশটি ৫২ বছর ধরে তার পেটে আটকে ছিল।
খাদ্যনালি পরীক্ষার পর বস্তুটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) প্রতিবেদন অনুসারে,
ইয়াং নামের ওই ব্যক্তি জানিয়েছেন, তার স্পষ্ট মনে আছে, ১২ বছর বয়সে ভুল করে তিনি ব্রাশটি গিলে ফেলেছিলেন।
কিন্তু তিনি ভয়ে মা-বাবাকে বিষয়টি জানাননি। তিনি ভেবেছিলেন, ব্রাশটি তার পেটে গলে যাবে।
তবে এত লম্বা সময়ে তিনি কোনো সমস্যা অনুভব করেননি।
৮০ মিনিটের অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা ইয়াংয়ের পেট থেকে ব্রাশটি বের করে আনেন।
চিকিৎসকরা জানান, ৩ বছরের মধ্যে হাসপাতালে কোনো রোগীর পেট থেকে বের করা সবচেয়ে বড় বস্তু এটি।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, যদি ব্রাশটি পেটের ভেতরে নড়াচড়া করত তাহলে অন্ত্রে টিস্যুতে ফুটো হতে পারত।
তবে ইয়াং এ ক্ষেত্রে সৌভাগ্যবান, কারণ সে রকম কিছু হয়নি।
এদিকে পেট থেকে ব্রাশ উদ্ধারের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কতটা সৌভাগ্যবান হলে সে নিজে পেটে থাকা বস্তুটি নিয়ে পাঁচ দশক টিকে থাকতে পারে?’
আরেকজন বলেন, ‘অর্ধ শতাব্দীর এমন ঘটনা মা-বাবার হাতে মার খেয়েও শেষ হয়ে যেতে পারত।’
চীনে কোনো মানুষের পেটে ব্রাশ আটকে যাওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে ২০১৯ সালে গুয়াংডং প্রদেশের একটি হাসপাতালে পেটে ব্রাশ নিয়ে একজন ভর্তি হয়েছিলেন।
১৪ সেন্টিমিটারের ব্রাশটি ২০ বছর ধরে তার পেটে ছিল।