সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদিতে ঈদুল আজহা ৬ জুন আর বাংলাদেশে ৭। ২৮ মে ২০২৫

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদিতে ঈদুল আজহা ৬ জুন।

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর অর্থ হলো, চন্দ্র ক্যালেন্ডার অনুসারে নতুন মাসের ২৮ মে বুধবার হবে পহেলা জিলহজ।

চাঁদের হিসেবে আগামী ৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

ওমান, ব্রুনেই ও ইন্দেনেশিয়াতে মঙ্গলবার জিলহজের চাঁদ দেখা গেছে। এই দেশগুলোতেও ৬ জুন ঈদুল আজহা পালিত হবে।

তবে মালয়েশিয়াতে ঈদ পালিত হবে ৭ জুন।

জিলহজ মাসের সঙ্গে ইসলামের দুটি বড় ইবাদত সম্পৃক্ত। এর একটি পবিত্র হজ, অন্যটি ঈদুল আজহা।

৯ জিলহজ মক্কার অদূরে পবিত্র আরাফাতের ময়দানে হজযাত্রীরা জড়ো হন এবং সেখানে সারাদিন অবস্থান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *