যে নারীর জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে। ২৬ জুন ২০২৫

যে নারীর জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে।

রাসুল (সা.) মুমিন নারীদের জান্নাতে প্রবেশের পথ সহজ করেছেন। হাদিসে এমন কিছু গুণের কথা বলা হয়েছে,

যা পালন করলে তাঁর জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে।

عَنْ أَبِـيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ إِذَا صَلَّتِ المَرْأةُ خَمْسَها وَصَامَتْ شَهْرَها وَحَصَّنَتْ فَرْجَها وأطاعَتْ زَوْجَهَا قِيلَ لَها أدْخُلِي الجَنَّة مِنْ أيِّ أبْوابِ الجَنَّةِ شِئْتِ

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে,

রমজান মাসের রোজা পালন করে, যৌনাঙ্গের সংরক্ষণ করে, স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে,

তুমি জান্নাতের যেকোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো।’ (ইবনে হিব্বান, হাদিস : ৪১৬৩)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *