মহানবী (সা.) হালাল প্রাণীর যেসব অঙ্গ খাওয়া নিষেধ করেছেন। 2 জুন ২০২৫

মহানবী (সা.) হালাল প্রাণীর যেসব অঙ্গ খাওয়া নিষেধ করেছেন।

মহান আল্লাহর পক্ষ্য থেকে হালাল প্রাণী বান্দাদের জন্য একটি বড় নিয়ামত।
অনেক প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খাবারের জন্যই সৃষ্টি করেছেন। এগুলো হালাল করেছেন।

তবে হালাল প্রাণীর কিছু জিনিস আছে যেগুলো খাওয়া জায়েজ নেই। এ বিষয়ে আমাদের জানা জরুরি।

মহান আল্লাহ হালাল পশুগুলোর মধ্য থেকে কিছু পশু কোরবানির জন্য বৈধ ঘোষণা করেছেন। যেমন— গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট। এসব পশুর মাংস খাওয়া সম্পূর্ণ হালাল।

তবে এগুলোর কিছু কিছু অংশ খাওয়া মহানবী (সা.) পছন্দ করতেন না। সে হিসাবে, কেবল কোরবানির পশুই নয়, যে কোনো হালাল পশুরই এসব অংশ খাওয়া জায়েজ নেই। অবশ্য পশুর প্রবাহিত রক্ত হারাম হওয়ার ব্যাপারে কোরআনে সুষ্পষ্ট নির্দেশনা আছে।

মহানবী (সা.) পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন তা হলো—

১. পুরুষ পশুর প্রজনন অঙ্গ
২. অণ্ডকোষ
৩. মাদি প্রাণীর প্রজনন অঙ্গ
৪. মাংস গ্রন্থি (টিউমারের মতো)
৫. মূত্রথলি
৬. পিত্ত

এসব অঙ্গ ছাড়া হালাল পশুর বাকি সবকিছু খাওয়া জায়েজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *