তিন বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব l ২০ জুন ২০২৫

তিন বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব l

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিন বছর পর আবারও দেখা যাবে বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ২০২২ সালের পর আর এই টুর্নামেন্টে দেখা যায়নি তাকে।

তবে ২০২৫ আসরের ড্রাফটে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

সিপিএলে সাকিবের যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে। এখন পর্যন্ত তিনি খেলেছেন বার্বাডোজ ট্রাইডেন্টস (বর্তমান বার্বাডোজ রয়্যালস),

জ্যামাইকা তালাওয়াস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। তবে অ্যান্টিগার হয়ে এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছেন তিনি।

টুর্নামেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, সাকিবকে দলে নেওয়ার অন্যতম কারণ তার অতীতের অনন্য রেকর্ড।

২০১৩ সালে বার্বাডোজের হয়ে এক ম্যাচে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সেটাই তার সেরা বোলিং ফিগার, যা এখনও সিপিএল ইতিহাসের অন্যতম সেরা স্পেল হিসেবেই স্বীকৃত।

চলতি বছরের ১৪ আগস্ট শুরু হবে ছয় দলের অংশগ্রহণে নতুন সিপিএল আসর। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। মোট ম্যাচ হবে ৩৪টি। ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে। প্রতিপক্ষ হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

অ্যান্টিগার হয়ে মাঠে নামার মাধ্যমে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাকিব।

এই ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে রয়েছেন আরও একাধিক নামী ক্রিকেটার। পাকিস্তানের ইমাদ ওয়াসিম, আফগানিস্তানের নাভিন উল হক, ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়ান অ্যালেন,

ওবেদ ম্যাককয়, জেইডেন সিলস, রাহকিম কর্নওয়াল ও ওডিন স্মিথসহ একঝাঁক তারকা খেলোয়াড় রয়েছেন সাকিবের নতুন দলে।

এর আগে সিপিএলে পাঁচটি মৌসুম খেললেও এবারই প্রথম অ্যান্টিগার জার্সি গায়ে উঠবে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের স্কোয়াড:

সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেদ ম্যাককয়, জাস্টিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, আল্লাহ গাজানফার, রাহকিম কর্নওয়াল, ওডিন স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিংগার, আমির জাঙ্গু, করিমা গোর, কেভিন উইকহাম, জশুয়া জেমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *