জানাজার নামাজ অর্ধেক পেলে যা করতে হবে, এ ব্যাপারে ইসলাম কী বলে। ১৩ জুন ২০২৫

জানাজার নামাজ অর্ধেক পেলে যা করতে হবে, এ ব্যাপারে ইসলাম কী বলে। ১৩ জুন ২০২৫

ইসলামে জানাজার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মুসলমান মারা গেলে তার বিদায়ের জন্য এই বিশেষ নামাজ পড়া হয় যাকে জানাজার নামাজ বলে।

শরিয়তের বিধান অনুযায়ী, এটি ফরজে কেফায়া—অর্থাৎ কেউ আদায় করলে সবার দায় মাফ; আর কেউ না পড়লে সবাই গুনাহগার হবে।

জানাজার নামাজ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, এক মুসলিমের ওপর অপর মুসলিমের হক পাঁচটি: সালামের জবাব দেয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং তার হাঁচির জবাব দেয়া। (সহিহ বুখারি: ১২৪০, সহিহ মুসলিম: ২১৬২)

জানাজার নিয়ম হলো :

জানাজার নামাজে চারটি তাকবির বলা জরুরি। প্রতিটি তাকবিরের পর রয়েছে নির্দিষ্ট দোয়া।

প্রথম ‘আল্লাহু আকবার’ বলে কান পর্যন্ত হাত তুলে অন্যান্য নামাজের মতো হাত বাঁধতে হয়। এরপর পড়তে হয় সানা।

দ্বিতীয় তাকবিরের পর পড়া হয় দরুদে ইবরাহিম।

তৃতীয় তাকবির দিয়ে মৃতের জন্য বিশেষ দোয়া করা হয়—যা হাদিসে উল্লেখ আছে।

চতুর্থ তাকবিরের পর ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।

এক্ষেত্রে জানাজা অর্ধেক পেলে করণীয় কী?

যদি ইমাম এক বা একাধিক তাকবির বলে ফেলার পর জানাজার নামাজে যোগ দিন। তাহলে ইমামের সঙ্গে নামাজে শরিক হবেন।

ইমামের কয়টি তাকবির হয়েছে, তা যদি জানা থাকে—তাহলে সেই অনুযায়ী দরুদ বা দোয়া পড়ুন। যদি না জানেন, তবে সানা, দরুদ ও দোয়া ক্রমে পড়তে থাকুন।

ইমাম সালাম ফেরানোর পর, লাশের খাট তোলা না হলে, ছুটে যাওয়া তাকবিরগুলো আদায় করুন।

সময় থাকলে, তাকবিরের পর দোয়াগুলোও পড়ুন। তবে যদি জামাত ভেঙে যায় বা খাটিয়া তোলা শুরু হয়, তখন শুধু বাকি তাকবিরগুলো বলে নামাজ শেষ করুন।

একবার খাটিয়া উঠলে আর কোনো তাকবির বলা যাবে না। (বাদায়েউস সানায়ে : ২/৫৩; রদ্দুল মুহতার : ২/২১৬)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *