গলে টেস্টে শেষ দিনের আগে উত্তেজনা তুঙ্গে। ২১ জুন ২০২৫

ম্যাচের চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৮৭ রান। তবে লঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস জানিয়ে দিলেন—শেষ দিনে প্রথম সেশনে যদি বাংলাদেশ অলআউট হয়ে যায়,

তবে টার্গেট যত বড়ই হোক, জয় ছিনিয়ে নিতে চেজে নামবে শ্রীলঙ্কা।

কামিন্দুর ভাষায়, “প্রথম সেশনেই যদি উইকেটগুলো তুলে নিতে পারি, তাহলে যেকোনো লক্ষ্যই তাড়া করব। আমাদের রানরেট ভালো, আত্মবিশ্বাস আছে।

শেষ দুই সেশনেই ম্যাচ শেষ করতে পারব।”
তিনি আরও বলেন, “পিচ একটু ধীর হয়ে গেলেও খুব বেশি স্পিন সহায়তা করছে না। তাই ব্যাটিংয়ের সুযোগ থাকবেই।”

এই মন্তব্যে স্পষ্ট—বাংলাদেশকে শেষ দিনে প্রথম সেশনেই সবকটি উইকেট হারালে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।

Leave a Comment