গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু। ২২ জুন ২০২৫

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরস সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৬ জন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে।

নতুন করে পাঁচজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৫ জনে দাঁড়িয়েছে।

Leave a Comment